ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে প্রেস ব্রিফিং


প্রকাশিত: ০৯:০৯ এএম, ০৯ নভেম্বর ২০১৫

ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন ২০১৫ উপলক্ষে ঠাকুরগাঁও স্বাস্থ্য বিভোগের আয়োজনে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে সোমবার সকালে ঠাকুরগাঁও প্রেসক্লাব হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তব্য রাখেন, ঠাকুরগাঁও সিভিল সার্জন নজরুল ইসলাম, বিএমএ সভাপতি খয়রুল কবির, প্রেসক্লাবের সভাপতি আবু তোরাব মানিক প্রমুখ।

এ সময় তারা জানান, এবার ঠাকুরগাঁওয়ে ১৪ নভেম্বরে ১২ হাজার ৮৪টি কেন্দ্রে ৬-১১ মাস বয়সী মোট ১৭ হাজার ৩ শত ৪১ জন ও ১২-৫৯ মাস বয়সী ১ লাখ ৭৬ হাজার ৫ শত ২ জনকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। ভিটামিন এ প্লাস ক্যাপসুলে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই।

রবিউল এহসান রিপন/এসএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।