বড়াইগ্রামে নকল বিস্কুট তৈরির অভিযোগে জরিমানা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নাটোর
প্রকাশিত: ০৭:২৯ পিএম, ১১ নভেম্বর ২০২০
ফাইল ছবি

নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়ায় নকল বিস্কুট তৈরি ও বাজারজাতের অভিযোগে আল জাহরা ফুড প্রোডাক্টের স্বত্ত্বাধিকারী সিদ্দিকুর রহমান কন্ট্রাক্টরকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১১ নভেম্বর) উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযুক্ত সিদ্দিকুর রহমান বনপাড়া মহল্লার মৃত রাজেন খানের ছেলে।

স্থানীয়রা জানান, বনপাড়ার আল জাহরা ফুড প্রোডাক্ট কারখানায় কিছুদিন ধরে নকল বিস্কুট তৈরি করে বাজারজাত করা হচ্ছিল। খবর পেয়ে বুধবার ইউএনও জাহাঙ্গীর আলম সেখানে অভিযান চালিয়ে অভিযোগের সত্যতা পান। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ভোক্তা অধিকার আইনে ১৫ হাজার টাকা নগদ জরিমানা করেন।

এএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।