দিনাজপুরে মাস্ক না পরে দোকানদারি করায় জরিমানা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি দিনাজপুর
প্রকাশিত: ০৫:২৫ পিএম, ১১ নভেম্বর ২০২০

দিনাজপুরের ফুলবাড়ীতে মাস্ক না পরে দোকানদারি করায় ১৩ জনকে দুই হাজার ৬০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১১ নভেম্বর) বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত পৌর বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা এ জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) কানিজ আফরোজ।

তিনি বলেন, সরকারঘোষিত স্বাস্থ্যবিধি উপেক্ষা করে মাস্ক না পরে দোকানদারি করায় ২০১৮ সালের সংক্রমণ প্রতিরোধ আইনে জরিমানা করা হয়েছে। একই সঙ্গে, বৈশিক দুর্যোগ করোনাভাইরাস প্রতিরোধে সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান তিনি।

এ সময় ভূমি অফিসের নাজির মো. আতিউর রহমান, থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মোস্তফা কামাল প্রমুখ উপস্থিত ছিলেন।

এমদাদুল হক মিলন/এসআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।