ছাতক-সুনামগঞ্জে হবে রেললাইন : পরিকল্পনামন্ত্রী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সুনামগঞ্জ
প্রকাশিত: ০৪:৫৪ পিএম, ১১ নভেম্বর ২০২০

প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাওরের মানুষকে ভালোবাসেন, তিনি হাওরে উড়াল সড়ক নির্মাণ করে এ অঞ্চলের মানুষের জীবনমানের উন্নয়ন ঘটাতে চান। প্রধানমন্ত্রীকে কেবল ধন্যবাদ বা কৃতজ্ঞতা নয়, তার হাতকে শক্তিশালী করতে হবে বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

তিনি বলেন, প্রধানমন্ত্রী সাধারণ মানুষের জন্য কাজ করেন, আমরা তাকে অনুসরণ করি।

বুধবার (১১ নভেম্বর) দুপুরে জেলার দক্ষিণ সুনামগঞ্জের শান্তিগঞ্জ মোড়ে ছাত্র-জনতার বিশাল সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ কথা বলেন।

তিনি বলেন, উন্নয়নের স্বার্থে সুনামগঞ্জের সব মানুষকে এক থাকতে হবে।

সুনামগঞ্জের শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার সুযোগ প্রসারিত করার উদ্যোগ নেয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সর্বস্তরের ছাত্র-জনতার ব্যানারে এ সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে সভাপতিত্ব করেন শিক্ষাবিদ ও আওয়ামী লীগ নেতা আব্দুর রউফ।

সমাবেশে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নূর হোসেন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি রয়েল আহমদসহ জেলার ১১ উপজেলা ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদক বক্তব্য দেন।

মন্ত্রী বলেন, সুনামগঞ্জ হাওর ও কৃষিনির্ভর জেলা। এখানে কৃষি ইনস্টিটিউট, মাছ সুরক্ষার জন্য নানা ধরনের প্রকল্প শিগগিরই গ্রহণ করা হবে। ছাতক-সুনামগঞ্জ রেললাইন হবে।

প্রধানমন্ত্রীর জন্য সবার কাছে দোয়া চেয়ে তিনি বলেন, দীর্ঘ জীবন লাভ করলে দেশের কোনো অঞ্চলের মানুষ অবহেলিত থাকবে না।


লিপসন আহমেদ/এএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।