রাজশাহীতে বাসের ধাক্কায় অটোযাত্রী নিহত


প্রকাশিত: ০৭:৩৫ এএম, ০৯ নভেম্বর ২০১৫

রাজশাহীতে বাসের ধাক্কায় নকুল (৪০) নামে অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আরও ৪ জন। সোমবার দুপুর সাড়ে ১২ টার দিকে মহানগরীর শাহ মখদুম বিমান বন্দরের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নকুল পবার পাকুড়িয়া এলাকার বাসিন্দা। তবে তার বাবার নাম জানা যায়নি।

আহতদের দ্রুত ঘটনাস্থল থেকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাৎক্ষণিক আহতদের নাম পাওয়া যায়নি। মহানগরীর শাহ মখদুম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ এ তথ্য নিশ্চিত করেছেন।

এ সময় তিনি আরও জানান, দুপুরে রাজশাহী থেকে নওগাঁগামী একটি বাস বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নকুল (৪০) নামের এক অটোযাত্রী মারা যায়। এ সময় স্থানীয়দের সহায়তায় আহত যাত্রীদের চিকিৎসার জন্য রামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত নকুলের মরদেহ রামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তার পরিবারের লোকজন হাসপাতালে এলেই তার মরদেহ হস্তান্তর করা হবে। তবে ঘাতক বাসটিকে আটকের চেষ্টা চলছে বলেও জানান ওই কর্মকর্তা।

শাহরিয়ার অনতু/এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।