বড়লেখা সীমান্তে ১০ লাখ টাকার ভারতীয় মহিষ আটক
মৌলভীবাজারের বড়লেখায় সীমান্ত এলাকা থেকে ৯ লাখ ৯৫ হাজার টাকা মূল্যের ১৫টি ভারতীয় মহিষ আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিয়ানীবাজার ৫২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল গাজী শহীদুল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রোববার (৮ নভেম্বর) দুপুরে বিজিবির একটি টহল দল বড়লেখার দক্ষিণ পশ্চিম মাঝ গান্দাইল নামক স্থানে অভিযান চালায়। এ সময় মেইন পিলার ১৩৮০/৩-এস থেকে বাংলাদেশের দেড় কিলোমিটার অভ্যন্তরে মালিকবিহীন অবস্থায় ১৫টি ভারতীয় মহিষ আটক করা হয়।
তিনি আরও জানান, মহিষগুলোর আনুমানিক সিজার মূল্য ৯ লাখ ৯৫ হাজার টাকা। আটক মহিষগুলো জুড়ী কাস্টমস অফিসে জমা করা হয়েছে।
রিপন দে/আরএআর/জেআইএম