মুহাম্মদ (সা.)-কে নিয়ে ফেসবুকে কটূক্তি, কলেজছাত্র গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঝিনাইদহ
প্রকাশিত: ০৪:৫৫ পিএম, ০৮ নভেম্বর ২০২০
প্রতীকী ছবি

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলায় মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে ফেসবুকে কটূক্তি ও বাজে মন্তব্যের অভিযোগে আকাশ কুমার দাস নামের এক কলেজছাত্রকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (০৮ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে সরকারি কে এম এইচ কলেজ চত্বর থেকে তাকে গ্রেফতার করা হয়। তার বাড়ি উপজেলার বলাবাড়িয়া গ্রামে। এই কলেজ থেকে এবার এইচএসসি পাস করেছেন ওই শিক্ষার্থী।

বিজ্ঞাপন

কোটচাঁদপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুল আলম বলেন, মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে ফেসবুকে কটূক্তি ও বাজে মন্তব্য করেছেন আকাশ কুমার দাস। ফেসবুক পোস্ট ও সহপাঠীদের অভিযোগের প্রেক্ষিতে কলেজ চত্বর থেকে আকাশকে গ্রেফতার করা হয়। অভিযোগের সত্যতা পাওয়া গেছে। পরে তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

আব্দুল্লাহ আল মাসুদ/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।