বিদ্যুতের ট্রান্সফরমার থেকে ঘরে অগ্নিকাণ্ড


প্রকাশিত: ১০:৪৭ এএম, ০৬ নভেম্বর ২০১৪

লক্ষ্মীপুরে পল্লীবিদ্যুতের ট্রান্সফরমার থেকে আগুন লেগে দুটি বসতঘর পুড়ে গেছে। আগুনে প্রায় ছয় লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ভুক্তভোগী পরিবারের। সদর উপজেলার চরমনসা গ্রামের মিয়ার বেড়ী এলাকায় বৃহস্পতিবার দুপুর পৌনে ১টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে বিদ্যুৎ সঞ্চালন লাইনের খুঁটিতে থাকা ট্রান্সফরমারটি বিকট শব্দ বিস্ফোরিত হয়। বিস্ফোরণে ট্রান্সফরমারের আগুন খুঁটির পাশে থাকা ছিদ্দিক উল্যা ও তার ছেলে সুমনের বসতঘরে ছড়িয়ে পড়ে। পরে বাড়ির লোকজন ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

ক্ষতিগ্রস্ত ছিদ্দিক উল্যা জানান, আগুনে তার ও তার ছেলের প্রায় ছয় লাখ টাকার ক্ষতি হয়েছে। এ ব্যাপারে লক্ষ্মীপুর পল্লীবিদ্যুৎ সমিতির অভিযোগ কেন্দ্রের দায়িত্বরত ইনচার্জ রুবেল জানান, খবর পেয়ে ঘটনাস্থলে লোক পাঠানো হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।