মেয়ের মামলায় মায়ের কারাদণ্ড


প্রকাশিত: ০২:৪৫ পিএম, ০৮ নভেম্বর ২০১৫

বরিশালে নিজ মেয়ের দায়ের করা মামলায় ৬০ বছরের বৃদ্ধা মা আনোয়ারা বেগমকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক মাসের কারাদণ্ড প্রদান করা হয়।

রোববার বিকেলে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক রফিকুল ইসলাম আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত আনোয়ারা বেগম সদর উপজেলা চরআইচা বন্দর  বন্দর এলাকার মৃত জেন্নাত আলী সরদারের স্ত্রী। এই মামলার বাদী আনোয়ারা বেগমের মেয়ে রুনা বেগম।

মামলার নথির বরাত দিয়ে ওই আদালতের বেঞ্চ সহকারী (পেশকার) আবু বকর জানান, ২০১২ সালে ঢাকায় অবস্থানরত আনোয়ারা বেগমের মেয়ে রুনা বেগম তার নানা বাড়িতে ওয়ারিশ সূত্রে মায়ের পাওয়া সাত শতাংশ জমি ক্রয় করার ইচ্ছা পোষণ করেন। এরপর জমির দাম চার লাখ টাকা নির্ধারণ করে রুনার স্বামী আলতাফ হোসেন তার শাশুড়িকে তিন লাখ টাকা দেন। পরবর্তীতে বাকি টাকা দিয়ে জমির দলিল নিতে চাইলে আনোয়ারা বেগম টালবাহানা করেন।

দলিল না দেয়ায় রুনা উকিল নোটিশ পাঠান। নোটিশের জবাব না দিলে ২০১২ সালের ১২ মার্চ বন্দর থানায় মা আনোয়ারা বেগম ও ভাই আনোয়ারকে আসামি করে প্রতারণার মামলা দায়ের করেন মেয়ে রুনা।

একই বছরের ৩১ মার্চ তদন্ত কর্মকর্তা ভাই আনোয়ারকে বাদ দিয়ে মা আনোয়ারা বেগমকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট প্রদান করেন। সাতজনের সাক্ষ্য শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত এ রায় দেন।

সাইফ আমীন/এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।