১৯ দিনের জমজ সন্তান ফেলে রেখে গেলেন মা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মাদারীপুর
প্রকাশিত: ০৮:৪৪ এএম, ০৬ নভেম্বর ২০২০

মাদারীপুরের কালকিনিতে তুচ্ছ ঘটনার জের ধরে ১৯ দিন বয়সের জমজ দুই সন্তান স্বামীর বাড়িতে ফেলে বাবার বাড়িতে চলে গেছেন মা। এতে দুই নবজাতক নিয়ে চরম বিপাকে পড়েছেন বাবা।

পরিবার সূত্রে জানা গেছে, উপজেলার কাজীবাকাই এলাকার দক্ষিণ মাইজপাড়া গ্রামের ফজল মোল্লার ছেলে হাচান মোল্লার সঙ্গে পৌর এলাকার মিনাজদী গ্রামের ফজলে হাওলাদারের মেয়ে শানজিদা বেগমের প্রায় দেড় বছর আগে পারিবারিকভাবে বিয়ে হয়। ১৯ দিন আগে শানজিদা বেগম জমজ কন্যা সন্তানের জন্ম দেন।

পারিবারিক তুচ্ছ ঘটনার জের ধরে ওই দুই নবজাতক ফেলে গত মঙ্গলবার শানজিদা বেগম স্বামী বাড়ি থেকে তার বাবার বাড়িতে চলে যান।

এদিকে দুধ না পেয়ে দিন-রাত কাঁদছে নবজাতক দুই ফুটফুটে সন্তান। দুই নবজাতক সন্তান নিয়ে হিমসীম খাচ্ছেন হাচান মোল্লা।

হাচান মোল্লা বলেন, আমার স্ত্রী কারণে এবং অকারণে বাবার বাড়িতে চলে যায়। এবার আমার বাচ্চা দুটি ফেলে রেখে চলে গেছে। সে আর আসতে চায় না। এখন বাচ্চা দুটির কী হবে?

তবে শানজিদা বেগমের দাবি, শ্বশুরবাড়ির লোকজন অশান্তি করায় তিনি বাবার বাড়িতে চলে গেছেন।

এ ব্যাপারে কাজীবাকাই ইউপি চেয়ারম্যান নূর মোহাম্মদ মোল্লা বলেন, আসলে বিষয়টি দুঃখজনক। বিষয়টি সমাধান করে দেয়া হবে।

নাসিরুল হক/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।