নকল সরবরাহের দায়ে দুই যুবকের কারাদণ্ড
কুমিল্লার দেবিদ্বার উপজেলার ধামতী হাবিবুর রহমান উচ্চ বিদ্যালয়ে জেএসসি পরীক্ষা কেন্দ্রে নকল সরবরাহের দায়ে দুই যুবকের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। রোববার দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম এ দণ্ডাদেশ দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন, উপজেলার সোতপুকুরিয়া গ্রামের মো. রমিজ উদ্দিনের ছেলে মো. জাফরুল হাসান (২৮) এবং ধামতী গ্রামের মৃত. আব্দুর রব মিয়ার ছেলে আবু কাউছার (২৬)।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, সকালে জেএসসির গণিত পরীক্ষা চলাকালে ধামতী হাবিবুর রহমান উচ্চ বিদ্যালয়ে প্রবেশ করে নকল সরবরাহ করতে থাকে জাফরুল ও কাউছার। এ সময় তাদের হাতেনাতে আটক করে পুলিশ। পরে আটকদের ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট ও দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম আবু কাউছার ও মো. জাফরুল হাসানকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। বিকেলে তাদের জেলহাজতে প্রেরণ করা হয়।
কামাল উদ্দিন/এআরএ/পিআর