২৯ লাখ টাকা নিয়ে মোবাইল ব্যাংকিং এজেন্ট উধাও

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বরিশাল
প্রকাশিত: ০৯:৪১ পিএম, ০৪ নভেম্বর ২০২০

বরিশালের গৌরনদী উপজেলার টরকী বন্দরে মাহফুজ মুন্সি (২৫) নামে এক মোবাইল ব্যাংকিং ব্যবসায়ী ২৯ লাখ টাকা নিয়ে উধাও হয়েছেন।

বুধবার (০৪ নভেম্বর) দুপুরে মাহফুজ মুন্সির দোকানের সামনে পাওনাদাররা বিক্ষোভ করেছেন। টাকা নিয়ে উধাও হওয়া মাহফুজ মুন্সি উজিরপুর উপজেলার কালিহাতা গ্রামের মৃত খোকন মুন্সির ছেলে। টরকী বন্দরের ট্রাকস্ট্যান্ডে একটি দোকান ভাড়া নিয়ে কয়েক বছর ধরে বিভিন্ন ব্যাংকের মোবাইল ব্যাংকিং এজেন্ট হিসেবে ব্যবসা চালিয়ে আসছিলেন তিনি।

টরকী বন্দরের ব্যবসায়ী আহসান সরদার বলেন, মাহফুজ মুন্সি দীর্ঘদিন ধরে টরকী বন্দরে বিভিন্ন ব্যাংকের মোবাইল ব্যাংকিং এজেন্ট হিসেবে ব্যবসা চালিয়ে আসছিলেন। মাঝেমধ্যে মাহফুজ বন্দরের অন্য মোবাইল ব্যাংকিং ব্যবসায়ীদের কাছ থেকে টাকা ধার নিতেন। পরে টাকা দিয়েও দিতেন তিনি। তার সঙ্গে অন্য ব্যবসায়ীদের সুসম্পর্ক ছিল। তার লেন-দেনও ভালো ছিল।

সুসম্পর্কের সুযোগে মাহফুজ মুন্সি ১ নভেম্বর সকাল থেকে বিকেল পর্যন্ত টরকী বন্দরের সাত মোবাইল ব্যাংকিং ব্যবসায়ীর কাছ থেকে মোট ২৯ লাখ সাত হাজার টাকা ধার নেন। ওই দিন রাতে তিনি দোকান বন্ধ করে বের হন। পরদিন সকালে মাহফুজ মুন্সি ফিরে না আসায় তার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হয়। কিন্তু তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়। বুধবার বিকেল পর্যন্ত তার দোকান ও মুঠোফোন বন্ধ ছিল।

আহসান সরদার বলেন, এ ঘটনায় মাহফুজ মুন্সিসহ পাঁচজনের বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ দেয়া হয়েছে। তার প্রতারণার কারণে আমিসহ সাতজন ব্যবসায়ীর পথে বসার উপক্রম হয়েছে।

গৌরনদী মডেল থানা পুলিশের ওসি মো. আফজাল হোসেন বলেন, মামলার দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। মাহফুজ মুন্সি ঘটনার পর থেকে আত্মগোপনে রয়েছেন। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।

সাইফ আমীন/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।