মুক্তিপণ নিয়ে ব্যবসায়ীকে ছেড়ে দিল অপহরণকারীরা


প্রকাশিত: ১২:০৪ পিএম, ০৮ নভেম্বর ২০১৫
প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের ফতুল্লায় বিল্ডিংয়ের কাজ দেয়ার কথা বলে এক ব্যবসায়ীসহ দুইজনকে ৮ ঘণ্টা আটকে রেখে একটি মোটরসাইকেল ও বিকাশ থেকে ২৫ হাজার টাকা আদায় করেছে অপহরণকারীরা।

শনিবার রাত ১২টার পর মুক্তি পেয়ে রোববার দুপুরে ব্যবসায়ী সবুজ সিকদার অপহরণকারীদের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।

ব্যবসায়ী সবুজ সিকদার জাগো নিউজকে জানান, তার বাড়ি মুন্সিগঞ্জ জেলার বেতকা এলাকায়। তার বেতকায় মেসার্স বিপ্লব ইঞ্জিনিয়ারিং নামক ওয়ার্কশপ রয়েছে। ব্যবসার সুবাদে নারায়ণগঞ্জের সৈয়দপুর পাথরঘাট এলাকার দেলোয়ার হোসেনের ছেলে টিটুর সঙ্গে পরিচয় হয়। শনিবার বিকেলে টিটু বিল্ডিংয়ে কাজ করার কথা বলে সবুজকে খবর দেয়। পরে সবুজ দোকানের কর্মচারী প্রদীপকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলযোগে আসে।

এদিকে, আগে থেকে ওৎ পেতে থাকা টিটু তার লোকজন নিয়ে সবুজ ও প্রদীপকে একটি নির্জন স্থানে আটক রেখে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করে। পরে রাত ১২টায় সবুজের বিকাশ করা মোবাইল থেকে ২৫ হাজার তুলে নেয় এবং মোটরসাইকেলটি রেখে তাদের মুক্তি দেয়।

ফতুল্লা মডেল থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা স্বীকার করে জাগো নিউজকে জানান, ওয়ার্কশপ ব্যবসায়ী অভিযোগ দিয়েছে। ঘটনার তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

শাহাদাৎ হোসেন/এসএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।