লক্ষ্মীপুরে অটোরিকশা মালিক-চালকদের মানববন্ধন


প্রকাশিত: ১০:৩৮ এএম, ০৮ নভেম্বর ২০১৫

লক্ষ্মীপুরে পুনরায় মোটরচালিত অটোরিকশা চালুর দাবিতে মানববন্ধন করেছে জেলা অটোরিকশা মালিক সমিতি। রোববার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপি এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

পরে জেলা প্রশাসক (ডিসি) মো. জিল্লুর রহমান চৌধুরীর কাছে দাবি সম্বলিত একটি স্মারকলিপি দেয়া হয়। এ সময় দেড় শতাধিক অটোরিকশার মালিক ও চালক উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন, লক্ষ্মীপুর জেলা অটোরিকশা মালিক সমিতির সভাপতি রিয়াজুল হক ফয়সল, সহ-সভাপতি রাসেল, সাধারণ সম্পাদক মো. আলী, সাংগঠনিক সম্পাদক আবুল বাশার ও কোষাধ্যক্ষ হারুন প্রমুখ।

এ সময় বক্তারা জানায়, তারা জমি বিক্রি ও বেসরকারি বিভিন্ন সংস্থা থেকে ঋণ নিয়ে অটোরিকশা কিনে জীবিকা নির্বাহ করে আসছিলেন। সম্প্রতি সরকার সড়কে অটোরিকশা চলাচল বন্ধ করে দেয়। এতে ঋণের বোঝা মাথায় নিয়ে স্ত্রী-সন্তান নিয়ে খেয়ে না খেয়ে জীবন যাপন করতে হচ্ছে তাদের। এজন্য অবিলম্বে সড়কে মোটরচালিত অটোরিকশা পুরায় চালুর দাবি জানান তারা। অন্যথায় কঠোর আন্দোলনে হুশিয়ারিও দেন বক্তারা।

কাজল কায়েস/এসএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।