চাকরির অপেক্ষায় বসে থাকলে চলবে না : শিল্পমন্ত্রী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নরসিংদী
প্রকাশিত: ০৭:০১ পিএম, ০১ নভেম্বর ২০২০
মনোহরদী উপজেলায় জাতীয় যুব দিবস উপলক্ষে চেক-সনদ বিতরণ করছেন শিল্পমন্ত্রী

শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, চাকরির পেছনে না ছুটে যুব সমাজকে তাদের মেধা ব্যবহার করে নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টি করতে হবে।

তিনি বলেন, শুধুমাত্র চাকরির অপেক্ষায় বসে থাকলে চলবে না। তরুণদের মাঝে যে সুপ্ত প্রতিভা রয়েছে তা বিকাশের মানসিকতা থাকতে হবে। সেই অভিজ্ঞতা ও কর্মদক্ষতাকে কাজে লাগাতে হবে। দেশকে এগিয়ে নিতে হবে।

রোববার (০১ নভেম্বর) দুপুরে নরসিংদীর মনোহরদী উপজেলায় জাতীয় যুব দিবস-২০২০ উপলক্ষে আলোচনা সভা ও যুব ঋণের চেক-সনদ বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন শিল্পমন্ত্রী।

মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাফিয়া আক্তার শিমুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- মনোহরদী পৌরসভার মেয়র আমিনুর রশিদ সুজন, মনোহরদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পিয়াশিষ রায় ও মনোহরদী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান।

সঞ্জিত সাহা/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।