নোয়াখালী বিভাগ বাস্তবায়নের দাবিতে মানববন্ধন


প্রকাশিত: ০৮:৫৮ এএম, ০৮ নভেম্বর ২০১৫

বৃহত্তর নোয়াখালী (ফেনী-লক্ষ্মীপুর-নোয়াখালী) ও বৃহত্তর কুমিল্লাসহ ৬টি জেলা নিয়ে নোয়াখালী বিভাগ বাস্তবায়নের দাবিতে জেলা শহর মাইজদীর বিভিন্ন স্থানে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মাইজদী বাজার থেকে  সোনাপুর জিরো পয়েন্ট পর্যন্ত এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

জেলা শহর মাইজদীর প্রধান পয়েন্ট টাউন হলের মোড়ে নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনের সংসদ সদস্য ও নোয়াখালী বিভাগ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক একরামুল করিম চৌধুরীর নেতৃত্বে এ মানববন্ধন কর্মসূচি শুরু হয়।

মানববন্ধন কর্মসূচিতে বিভিন্ন স্কুল, কলেজ, মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীসহ প্রায় ১০ হাজার মানুষ অংশ নেয়।

এছাড়া জেলার প্রধান বাণিজ্য কেন্দ্র চৌমুহনীর চৌরাস্তায় বেলা ১১ টার সময় মাবনবন্ধন হয়। বিশিষ্ট শিল্পপতি ও জেলা আওয়ামী লীগের নেতা এটিএম এনায়েত উল্যার উদ্যোগে মানবন্ধনে চৌমুহনী পৌরসভার মেয়র আক্তার হোসেন ফয়সাল, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক বিনয় কিশোর রায়, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আমিনুল হক মুন্নাসহ উপজেলা ও পৌর আওয়ামী লীগসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এদিকে একই দাবিতে সোনাইমুড়ী, সুবর্ণচরসহ প্রতিটি উপজেলায় এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, দেশের ভূ-আঞ্চলিক অবস্থান, জেলার আয়তন, জনসংখ্যা, অর্থনৈতিক ও আগামীর সম্ভাবনা বিবেচনায় নিয়ে দেশের উপকূলীয় অঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ ও সম্ভাবনাময় জেলা নোয়াখালীকে বিভাগ করা সময়ের দাবি। এ দাবিতে কোনো আপোষ নেই। তাই বৃহত্তর নোয়াখালী (ফেনী-লক্ষ্মীপুর-নোয়াখালী) তথা বৃহত্তর কুমিল্লাসহ ৬টি জেলা নিয়ে নোয়াখালী বিভাগ বাস্তবায়নের জোড়ালো দাবি জানানো হয়।

মিজানুর রহমান/এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।