রেস্তোরাঁয় বার্গার-পিৎজা খেয়ে অসুস্থ ২৫

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুষ্টিয়া
প্রকাশিত: ০৮:৪২ এএম, ০১ নভেম্বর ২০২০

কুষ্টিয়া শহরের বনফুড নামের একটি বেকারি কাম রেস্তোরাঁর পিৎজা, বার্গার খেয়ে ২৫ জন অসুস্থ হয়ে পড়েছেন। এদের মধ্যে গুরুতর অসুস্থ ৮ জনকে ২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আক্রান্তরা সবাই পেট ব্যথা এবং বমির সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হন। বাকিদের স্থানীয় ক্লিনিক ও হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

শুক্রবার (৩০ অক্টোবর) তারা হাসপাতালে ভর্তি হন।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ব্যক্তিরা জানান, কুষ্টিয়া শহরের বাবর আলী গেট এলাকায় বনফুড নামক বেকারি কাম রেস্তোরাঁয় শুক্রবার পিৎজা ও বার্গার খাওয়ার পরপরই তাদের পেটে ব্যথা ও বমির সঙ্গে পাতলা পায়খানা শুরু হয়। পরে স্বজনরা তাদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করান।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা তাপস কুমার সরকার জানান, খাদ্যে বিষক্রিয়ায় এ সমস্যার সৃষ্টি হয়েছে। অসুস্থ কয়েকজনকে ইতোমধ্যে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে। হাসপাতালে ভর্তি বাকিদের সুস্থ হতে একটু সময় লাগবে।

এ ব্যাপারে বনফুড রেস্তোরাঁর মালিক জালালের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়।

কুষ্টিয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জুবায়ের হোসেন চৌধুরী বলেন, বনফুড রেস্তোরাঁর মালিকের বিরুদ্ধে বিধি অনুসারে ব্যবস্থা নেওয়া হবে।

আল-মামুন সাগর/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।