রাকিব হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি দাবি


প্রকাশিত: ০৫:১৮ এএম, ০৮ নভেম্বর ২০১৫

পৈশাচিক নির্যাতনে নিহত খুলনার শিশু শ্রমিক রাকিব হত্যাকারীদের ফাঁসির দাবি জানালেন তার বাবা মো. নুর আলম হাওলাদার ও মা লাকি বেগম। রোববার দুপুর ১২টায় রাকিব হত্যার রায় ঘোষণা করা হবে।

এদিকে আদালতের নিরাপত্তা নিশ্চিত করতে পুরো আদালত এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। রায় ঘোষণার আগে রোববার সকালে খুলনা জেলা জজ আদালতের সামনে এই দাবি জানান তারা। এসময় রাকিবের একমাত্র ছোট বোন রিমিও উপস্থিত ছিলেন।

রাকিবের বাবা নুর আলম জাগো নিউজকে বলেন, তার ছেলে চলে গেছে না ফেরার দেশে। সেখান থেকে আর কেউ তাকে ফিরিয়ে আনতে পারবে না। কিন্তু তার মত আর কাউকে যেনো এমন নির্যাতনের শিকার হয়ে মারা যেতে না হয়।

Rakib

বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মোমিনুল ইসলাম জাগো নিউজকে বলেন, আমরা এই মামলায় আসামিদের সর্বোচ্চ শাস্তি আশা করি। কারণ, এই মামলায় ৪০ জন সাক্ষীর মধ্যে আমরা ৩৮ জন সাক্ষীর সাক্ষ্য আদালতে গ্রহণ করাতে পেরেছি এবং ঘটনার প্রমাণ করতে সক্ষম হয়েছি।

অ্যাডভোকেট মোমিন আরো বলেন, এই মামলায় এতো দ্রুত রায় হবে, এটা আশাতীত ব্যাপার। এদিকে রাকিবের রায় শোনার অপেক্ষায় সকাল থেকেই বিপুল সংখ্যক মানুষ আদালতে ভিড় জমিয়েছেন।

আলমগীর হান্নান/এমজেড/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।