ফরিদপুরে ৪ ভুয়া পরীক্ষার্থীর কারাদণ্ড


প্রকাশিত: ০৩:৫৩ পিএম, ০৭ নভেম্বর ২০১৫

ফরিদপুরে অনার্স দ্বিতীয় বর্ষের ইংরেজি পরীক্ষায় অংশ নেওয়া চার ভুয়া পরীক্ষার্থীকে এক বছর করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার পরীক্ষা চলাকালে সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজ কেন্দ্র থেকে তাদের আটকের পর ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়। পরে আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মতিউর রহমান খান এ রায় দেন।

সাজাপ্রাপ্তরা হলেন, ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজের শিক্ষার্থী মেহেদী হাসান মারুক, আবু বক্কর সিদ্দিকী, নাইম আহমেদ ও ইমুবিন তসলিম।

সাজাপ্রাপ্ত শিক্ষার্থীরা জানায়, প্রবেশপত্রে ছবি পরিবর্তন করে তারা বন্ধু ও স্বজনদের সহযোগিতা করতেই পরীক্ষা দিতে এসেছে।

সারাদা সুন্দরী মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর হাসিনা বানু জানান, পরীক্ষার হলে সন্দেহ হওয়ায় তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তারা স্বীকার করে যে তারা প্রবেশপত্রে ছবি পরিবর্তন করে অন্যের হয়ে পরীক্ষা দিতে এসেছে।  

এস.এম. তরুন/এআরএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।