সরকারের বড় সমস্যা মাদক : মায়া
দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, আওয়ামী লীগ সরকারের আগের আমলে সবচেয় বড় সমস্যা ছিলো বিদ্যুৎ। সরকারের সঠিক নেতৃত্বে তা সমাধান করা হয়েছে। বর্তমানে মাদক সারাদেশে ভয়াবহ রুপ ধারণ করেছে। তাই বর্তমান সরকারের বড় সমস্যা হলো মাদক। মাদকের হাত থেকে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে হলে সকলকে ঐক্যবদ্ধভাবে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।
শনিবার চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, সামনে পৌর নির্বাচন ঘনিয়ে আসছে। যারা আওয়ামী দলের জন্য ত্যাগ স্বীকার করে কাজ করেছেন, নির্বাচনে শুধু মাত্র তাদেরই অগ্রাধিকার দেয়া হবে।
চাঁদপুর জেলায় কর্মরত স্থানীয় সকল বিভাগের সরকারি কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি বলেন, আমাদের প্রত্যেকে যার যার অবস্থান থেকে সঠিকভাবে দায়িত্ব পালন করতে হবে।
এ সময় নৌ-পুলিশকে উদ্দেশ্য করে মন্ত্রী বলেন, চাঁদপুরের ষাটনল, মুন্সিগঞ্জসহ বিভিন্ন স্থানে নৌ-পথের ব্যবসায়ীদের কাছ থেকে একটি চক্র চাঁদাবাজি করছে। তারা জেলেদের কাছ থেকেও জোরপূর্বক মাছ নিয়ে যায়। বর্তমানে যেহেতু নদী শাসনের দায়িত্ব নৌ-পুলিশের, তাই চাঁদপুর এবং মুন্সিগঞ্জ এলাকায় নৌ-পুলিশের টহল বাড়াতে হবে। নদী সকল অপকর্ম থেকে মুক্ত থাকতে হবে। কারণ মানুষের জানমালের নিরাপত্তা দেয়ার দায়িত্ব প্রশাসনের।
চাঁদপুরের জেলা প্রশাসক মো. আব্দুস সবুর মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য রাখেন, পুলিশ সুপার শামসুন্নাহার, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটোয়ারী দুলাল, চাঁদপুর পৌরসভার মেয়র নাছির উদ্দিন আহমেদ, জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার এম এ ওয়াদুদ প্রমুখ।
ইকরাম চৌধুরী/এআরএ/আরআইপি