খুনিদের সঙ্গে কোনো সংলাপ নয়


প্রকাশিত: ০১:২০ পিএম, ০৭ নভেম্বর ২০১৫

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সংলাপের প্রস্তাবকে নাখোশ করে দিয়ে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, খুনিদের সঙ্গে কোনো সংলাপ নয়। যিনি জামায়াতের সঙ্গে যোগসাজশে সরকার পতনের নামে নিরীহ মানুষ, শিশু, পথচারী ও পুলিশ এবং বিদেশিদের হত্যা করেছেন। আর এসবের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন তার সঙ্গে সংলাপ মানে খুনিদের সঙ্গে হাত মেলানো।

শনিবার পাবনা শহরের দোয়েল সেন্টারে জেলা স্বাস্থ্য বিভাগ আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তেব্যে এসব কথা বলেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আওয়ামী লীগ গণতান্ত্রিক দল। সংলাপকে ভয় পায় না। কাজেই সংলাপ হবে ২০১৯ সালে। কিন্ত তার আগে খালেদা জিয়াকে সব অপকর্মের কথা স্বীকার করে জনগণের কাছে ক্ষমা চাইতে হবে। এর পরে সংলাপের কথা বিবেচনা করা হবে।

স্বাস্থ্যমন্ত্রী আরো বলেন, তখন শুধু সংলাপ নয়, খেলা হবে মাঠে। আর এ খেলায় আপনি হারবেন। কেনো না আপনি যেসব অপকর্ম করেছেন তাতে জনগণ আপনাকে আবারো প্রত্যাখ্যান করবে।

সিভিল সার্জন ডাক্তার শহিদ মো. সাদিকুল ইসলামের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলু, পাবনা-৫ আসনের এমপি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম ফারুক প্রিন্স প্রমুখ।

একে জামান/এআরএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।