বিএসএফের গুলিতে গরু ব্যবসায়ী নিহত


প্রকাশিত: ০৬:৪৮ এএম, ০৬ নভেম্বর ২০১৪

নওগাঁর সাপাহারে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আশরাফুল ইসলাম (৩৫) নামে এক ভারতীয় গরু ব্যবসায়ী নিহত হয়েছে। বৃহস্পতিবার ভোরে উপজেলার বামনপাড়া সীমান্তে এ ঘটনা ঘটে।

নিহত আশরাফুল ইসলাম ভারতের দক্ষিণ দিনাজপুর জেলার তপন থানার খরমপুর গ্রামের বাসিন্দা। নওগাঁ-১৪ বিজিবির কমান্ডিং অফিসার (সিও) কর্নেল আব্দুর রফিক জানান, ভোরে কয়েকজন ভারতীয় গরু ব্যবসায়ী বাংলাদেশে গরু নিয়ে আসার সময় বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি চালায়। এতে ঘটনাস্থলেই অাশরাফুল ইসলামের মৃত্যু হয়। সকাল সাড়ে ৯টার দিকে বিএসএফ সদস্যরা নিহতের লাশ নিয়ে যায়।

ভারতের ছত্রাহাটি ক্যাম্পের ৮২ ব্যাটালিয়েনের বিএসএফের সদস্যরা বাংলাদেশের বামনপাড়া সীমান্তের ২৪৫নং পিলারের পাশে কাঁটাতারের বেড়ার ৪০০ গজ ভেতরে তাদের গুলি করে বলেও জানান তিনি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।