সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ চালু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সাতক্ষীরা
প্রকাশিত: ০৪:১৪ পিএম, ২৪ অক্টোবর ২০২০

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের কার্যক্রম চালু হয়েছে। শনিবার বেলা ১১টায় এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহম্মেদ রবি।

এসময় সাতক্ষীরা সদর উপজেলা চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বাবু, সাতক্ষীরা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. কাজী হাবিবুর রহমান, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডা. কুদরত-ই খুদা, বিএমএ সাতক্ষীরা শাখার সভাপতি ডা. আজিজুর রহমান, চিকিৎসক ডা. মোখলেছুর রহমান, ডা. রুহুল কুদ্দুস, ডা. কাজী আরিফ আহমেদসহ হাসপাতালের চিকিৎসক ও মেডিকেল শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনকালে প্রধান অতিথি সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি বলেন, মেডিকেল কলেজ হাসপাতাল প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার। সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ চালু হওয়ার মধ্য দিয়ে সাতক্ষীরাবাসীর দীর্ঘদিনের দাবি আজ পূরণ হলো। সাতক্ষীরার সুনাম ও ঐতিহ্য ধরে রাখার পাশাপাশি চিকিৎসা সেবায় ও সুনাম অর্জন করতে হবে। বাংলাদেশের মধ্যে করোনা চিকিৎসা সেবায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল সব থেকে ভালো চিকিৎসা সেবা দিয়েছে। এ সেবার কার্যক্রম অব্যাহত রাখতে হবে।

তিনি বলেন, স্বাস্থ্য বিভাগের ডিজি জরুরি বিভাগ চালুর জন্য নতুন পাঁচ জন চিকিৎসক দিয়েছেন। পর্যায়ক্রমে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের জনবল ও সকল ইকুপমেন্ট প্রদান করবেন বলে জানিয়েছেন।

জরুরি বিভাগ উদ্বোধন শেষে আমন্ত্রিত অতিথিরা হাসপাতালের জরুর বিভাগের বিভিন্ন ওয়ার্ড, অপারেশন থিয়েটারসহ সার্বিক কার্যক্রম ঘুরে দেখেন।

আকরামুল ইসলাম/এমএএস/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।