বাকেরগঞ্জে আ. লীগের দু’পক্ষের সংঘর্ষ


প্রকাশিত: ১১:২১ এএম, ০৭ নভেম্বর ২০১৫

বরিশালের বাকেরগঞ্জ উপজেলা সদরে আওয়ামী লীগের দু’পক্ষের সংঘর্ষে ৪ জন আহত হয়েছেন। পরে পুলিশ এসে পরিস্থিতি শান্ত করে। শনিবার বেলা পৌনে ১১টার দিকে উপজেলার ডাক বাংলো এলাকায় এ ঘটনা ঘটে।  

প্রত্যক্ষদর্শীরা জানান, সাবেক সংসদ সদস্য পারভিন তালুকদার ডাক বাংলোতে তার সমর্থকদের নিয়ে বৈঠক করছিলেন। এ সময় পৌর মেয়র লোকমান হোসেন ডাকুয়ার সমর্থকরা গিয়ে হামলা চালায়। এতে কয়েক জন আহত হন।

সাবেক সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সদস্য পারভিন তালুকদার জানান, দীর্ঘ দিন পর এলাকায় এসে তিনি ডাক বাংলোতে অবস্থান করেন। এ সময় তার সঙ্গে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা দেখা করতে আসেন। এতে ক্ষিপ্ত হয়ে পৌর মেয়র উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লোকমান হোসেন ডাকুয়ার সমর্থকরা ইটপাটকেল নিক্ষেপ করে হঠাৎ হামলা চালায়। এ সময় যুবলীগের বিক্রম শীল ও রাসেলসহ ৪ জন আহত হয়।

এ নিয়ে পৌর মেয়র উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লোকমান হোসেন ডাকুয়া জনান, তিনি হামলা বা সংষর্ষের বিষয়ে জানেন না।

ঘটনাস্থলে থাকা বাকেরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন জানান, সামনে পৌর নির্বাচন বলে মনোনয় সংক্রান্ত বিষয়ের জের ধরে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে। তবে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।  এখন পরিস্থিতি শান্ত রয়েছে।

সাইফ আমীন/এসএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।