মুকসুদপুরে উপজেলা আ.লীগের নয়া নেতৃত্ব


প্রকাশিত: ১০:০৫ এএম, ০৬ নভেম্বর ২০১৫

গোপালগঞ্জের মুকসুদপুরে উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘ ১১ বছর পর উপজেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হওয়ায় নেতা-কর্মীদের মধ্যে প্রাণ চাঞ্চলের সৃষ্টি হয়।

শুক্রবার বেলা সাড়ে ১১টায় মুকসুদপুর কেজি স্কুল মাঠে অনুষ্ঠিত এ সম্মেলনের উদ্ধোধন করেন কেন্দ্রীয় আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মুহাম্মদ ফারুক খান।

পরে এ উপলক্ষে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) আহমদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজ্জাম্মেল হক, এমপি, শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, এনামুল হক শামীম, অ্যাডভোকেট উম্মে রাজিয়া কাজল।

সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. আতিকুর রহমান মিয়া। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সিকদার নুর মোহাম্মদ দুলু, যুগ্ম-সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক রবিউল আলম সিকদার প্রমুখ।

সম্মেলনের উদ্বোধক সাংসদ মুহাম্মদ ফারুক খান, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলতে সকল নেতা-কর্মীদেরকে এগিয়ে আসার আহ্বান জানান।

প্রধান অতিথির বক্তব্যে আহমদ হোসেন বলেন, আগামী ১৯ সালের আগে দেশে কোনো জাতীয় সংসদ নির্বাচন হবে না। দুর্নীতিসহ পাঁচটি মামলার আসামি খালেদা জিয়ার যদি সাজা হয় তাহলে তিনি নির্বাচন করতে পারবেন না। তাই শেখ হাসিনার নেতৃত্বেই সন্ত্রাসমুক্ত, যুদ্ধাপরাধীমুক্ত, দারিদ্রমুক্ত উন্নয়নশীল একটি ডিজিটাল বাংলাদেশ হবে। এজন্য তিনি দলের নেতা-কর্মীদেরকে একযোগে কাজ করার আহ্বান জানান।

সম্মেলনে অ্যাড. আতিকুর রহমান মিয়াকে সভাপতি এবং রবিউল আলম সিকদারকে মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা দেয়া হয়।

সম্মেলন উপলক্ষ্যে সকাল থেকেই উপজেলার বিভিন্ন ইউনিয়ন কমিটির নেতা-কর্মীরা মিছিল নিয়ে উপজেলা সদরে সম্মেলন স্থলে হাজির হয়। রঙ্গিন ব্যানার, ফেস্টুনে ছেঁয়ে ফেলানো হয়  মুকসুদপুর উপজেলাকে।
 
এস এম হুমায়ূন কবীর/এমজেড/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।