আগ্নেয়াস্ত্রসহ ছাত্রদল নেতা গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কিশোরগঞ্জ
প্রকাশিত: ০৭:৪৮ পিএম, ১৭ অক্টোবর ২০২০
গ্রেফতার এদদাদুল হক

কিশোরগঞ্জে আগ্নেয়াস্ত্রসহ জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক এদদাদুল হককে গ্রেফতার করেছে র‌্যাব।

শনিবার (১৭ অক্টোবর) সকালে কিশোরগঞ্জ সদর উপজেলার বৌলাই ইউনিয়নের দক্ষিণ রাজকুন্তি গ্রাম থেকে একটি ওয়ান শুটারগানসহ তাকে গ্রেফতার করে র‌্যাব-১৪। গ্রেফতার এমদাদ দক্ষিণ রাজকুন্তি গ্রামের আবুল হাশেমের ছেলে।

র‌্যাব জানায়, ছাত্রদল নেতা এমদাদ অনেক দিন ধরে এলাকায় অস্ত্র দেখিয়ে প্রভাব বিস্তার করছিলেন। শনিবার ভোরে গোপন খবরের ভিত্তিতে তার বাড়িতে অভিযান চালায় র‌্যাব।

এ সময় বাড়ির একটি বসতঘর থেকে দেশি তৈরি একটি ওয়ান শুটারগান উদ্ধার করা হয়। একই সঙ্গে এমদদাদকে গ্রেফতার করা হয়।

র‌্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার লে. কমান্ডার এম শোভন খান বলেন, গ্রেফতার এমদাদ আগ্নেয়াস্ত্র দেখিয়ে এলাকায় প্রভাব বিস্তার করছিলেন বলে স্বীকার করেছেন।

এ ব্যাপারে কিশোরগঞ্জ মডেল থানায় অস্ত্র আইনে একটি মামলা করা হয়েছে। একই সঙ্গে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে বলেও জানান এ র‌্যাব কর্মকর্তা।

নূর মোহাম্মদ/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।