সিনিয়র এএসপি পরিচয়ে প্রেম, প্রমাণ দিতে গিয়ে ধরা

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক শ্রীপুর (গাজীপুর)
প্রকাশিত: ০৮:৩০ এএম, ১৬ অক্টোবর ২০২০

গাজীপুরের শ্রীপুরে সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) পরিচয় দেয়া এক যুবককে আটক করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে গণভবনের একটি আইডিকার্ড জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে মাওনা চৌরাস্তা হাইওয়ে পুলিশ বক্স থেকে তাকে আটক করা হয়।

আটক ওই যুবকের নাম কাউছার (২৮)। তিনি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মজিদপুর গ্রামের বাদশা মিয়ার ছেলে।

মাওনা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ আর এম আল মামুন বলেন, কাউছার দুপুর সোয়া ১২টার সময় মাওনা উড়াল সেতুর নিচে কর্তব্যরত কনস্টেবলদের কাছে নিজেকে সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে পরিচয় দেন। এ সময় তার সঙ্গে এক তরুণী ছিল।

পরে তারা আমাকে ফোনে জানালে আমি ওই ভুয়া এএসপিকে উড়াল সেতুর নিচে পুলিশ বক্সে নিয়ে বসিয়ে অপ্যায়ন করার কথা বলি। পুলিশ বক্সে গিয়ে দেখি তিনি আমার চেয়ারে বসে আছেন। তার কথাবার্তা ও আচরণ সন্দেহজনক হলে জিজ্ঞাসাবাদে তিনি প্রকৃত পরিচয় স্বীকার করেন। এ সময় তার সঙ্গে থাকা ওই তরুণী কৌশলে সটকে পড়েন। কাউছারের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণার অভিযোগে মামলা রয়েছে।

আটক কাউছার জানান, তিনি ওই মেয়ের সঙ্গে সিনিয়র এএসপি পরিচয়ে মুঠোফোনে দুইদিনে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। পরে নিজেকে এএসপি প্রমাণের জন্য মেয়েটিকে নিয়ে মাওনা এলাকায় পুলিশ বক্সে আসেন।

সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণার অভিযোগে তার বিরুদ্ধে মামলা করে তাকে শ্রীপুর থানায় সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

শিহাব খান/আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।