ব্রাহ্মণবাড়িয়ায় এসআই-কনস্টেবল ক্লোজড
ব্রাহ্মণবাড়িয়ায় বিপুল পরিমাণ আতশবাজি আটকের পর ছেড়ে দেয়ার অভিযোগে সদর মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. নাজমুল আলম ও কনস্টেবল মো. মাসুদকে ক্লোজড করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে তাদের পুলিশ লাইনে ক্লোজড করা হয়।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার এম এ মাসুদ বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে জানান, এসআই মো. নাজমুল আলম ও কনস্টেবল মো. মাসুদ একটি পিকআপ ভ্যান ভর্তি ভারতীয় অবৈধ আতশবাজি আটক করে তা আবার ছেড়ে দেয়। পরে দুপুরে সদর মডেল থানা পুলিশের একটি দল শহরের কোর্ট থেকে অভিযান চালিয়ে আতশবাজি ভর্তি ওই পিকআপ ভ্যানটি আটক করে থানায় নিয়ে আসা হয়। এ ঘটনায় এসআই নাজমুল ও কনস্টেবল মাসুদকে ক্লোজড করা হয়েছে।
এর আগে দুপুরে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মো. মফিজ উদ্দিন ভূইয়া জাগো নিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে শহরের কোর্ট রোডস্থ ডাচ বাংলা ব্যাংকের সামনে থেকে একটি পিকআপ ভ্যানে তল্লাশি চালিয়ে ৪৩ কার্টুন আতশবাজি উদ্ধার করা হয়।
এ ঘটনায় পিকআপ ভ্যানে থাকা আনোয়ার মিয়া (২৫) ও মানিক মিয়া (৩০) নামে দুই যুবককে আটক করা হয়। আটকরা দুইজনই জেলার আখাউড়া উপজেলার বাসিন্দা।
আজিজুল আলম সঞ্চয়/এআরএ/আরআইপি