রাজশাহীতে পুলিশের ওপর ককটেল নিক্ষেপ
টানা ৪৮ ঘণ্টা হরতালের শেষ দিনে রাজশাহী নগরীর হেতেমখাঁ এলাকায় পুলিশকে লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে জামায়াত-শিবির। বৃহস্পতিবার সকালে এ ঘটনার সময় পুলিশ কয়েক রাউন্ড শর্টগানের গুলি ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
রাজশাহী বোয়ালিয়া মডেল থানার সহকারী কমিশনার ইফতেখায়ের আলম জানান, সকাল ৭টার দিকে নগরীর মনিচত্বর থেকে বিক্ষোভ মিছিল বের করে জামায়াত-শিবির। এতে নেতৃত্ব দেন মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি এমাজ উদ্দিন মল্ল্যা।
তিনি জানান, এ সময় পুলিশকে লক্ষ্য করে শিবিরকর্মীরা একটি ককটেল বিস্ফোরণ ঘটায়। তবে কেউ হতাহত হয়নি। এ ছাড়া সকাল সাড়ে ৬টার দিকে নগরীর ভদ্রা স্মৃতি অম্লান এলাকায় রাস্তায় পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে অবরোধ করে জামায়ত-শিবির।