পুলিশ সদস্য হত্যা : বরিশাল পুলিশে বাড়তি সতর্কতা


প্রকাশিত: ১২:১০ পিএম, ০৫ নভেম্বর ২০১৫

ঢাকার সাভারের আশুলিয়া চেকপোস্টে পুলিশ হত্যার ঘটনায় নিজেদের জীবনের নিরাপত্তা বিধান এবং অস্ত্র, গোলা বারুদ, সরকারি গাড়িসহ সরকারি সম্পদ রক্ষায় আরও সতর্কতা অবলম্বন করছে বরিশাল জেলা ও মেট্রোপলিটন পুলিশ।

নিরাপত্তা বলয়ের মধ্যে থাকতে শীর্ষ কর্মকর্তারাও অধস্তন কর্মকর্তা এবং মাঠ পর্যায়ে দায়িত্বরত পুলিশ সদস্যদের নানা দিক নির্দেশনা দিচ্ছেন নিয়মিত।

বুধবার সকালে আশুলিয়ায় পুলিশ কনস্টেবল হত্যার পর ওই রাতেই বরিশাল মেট্রো পুলিশের মাঠ পর্যায়ের কর্মকর্তাদের ওয়্যারলেস সেটে এমন নির্দেশনা দিতে শোনা গেছে। ওয়্যারলেস বার্তায় মাঠ পর্যায়ে কর্মরতদের নিরাপত্তা নিয়ে শীর্ষ কর্মকর্তাদের উদ্বিগ্নের বিষয়টি পরিলক্ষিত হয়েছে।

শীর্ষ কর্মকর্তারা ওয়্যারলেসে মাঠ পর্যায়ে দায়িত্বরতদের বলেন, খুবই সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। সার্বক্ষণিক অস্ত্র সঙ্গে রাখতে হবে। দায়িত্ব পালনকালে একা একা ঘোরাফেরা করা যাবে না, দলবদ্ধ হয়ে থাকতে হবে, রাতে টর্চ লাইট সঙ্গে রাখতে হবে, বুলেট প্রুফ জ্যাকেট পরিধান করা, সরকারি সম্পদ অস্ত্র ও গাড়ির নিরাপত্তা নিশ্চিত করতে হবে ইত্যাদি।

শীর্ষ কর্মকর্তাদের এমন নির্দেশনায় ভীতি কাটিয়ে মানসিকভাবে চাঙ্গা এবং আরো সতর্ক হয়েছে মাঠ পর্যায়ের পুলিশ সদস্যরা।

বৃহস্পতিবার দুপুরে পুলিশ সদস্যদের নিরাপত্তার বিষয়ে জানতে যোগাযোগ করা হলে মেট্রোপলিটন পুলিশ কমিশনার লুৎফর রহমান মণ্ডল জাগো নিউজকে জানান, অন্য যেকোনো সময়ের চেয়ে বরিশালের আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো। দেশের দুএকটি জায়গায় বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও তা নিয়ে বরিশালের পুলিশ সদস্যরা খুব একটা উদ্বিগ্ন নয়। আর এখানকার জনগণরা শান্তি প্রিয়। জনগণ-পুলিশ কাঁধে কাঁধ মিলিয়ে শান্তি শৃঙ্খলা রক্ষায় কাজ করছে। তারপরও অনাকাঙ্খিত কোনো ঘটনা এড়াতে আরো সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার আবু সাঈদ জাগো নিউজকে জানান, মাঠ পর্যায়ের পুলিশ সদস্যদের বিভিন্ন দিক নির্দেশনা দেয়া তাদের দৈনন্দিন কাজ। এতে পেশাদারিত্ব আরো দক্ষ হয় এবং দায়িত্ব পালনের ক্ষেত্রে তারা আরো মনোযোগী হবেন।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. আনিছুর রহমান জাগো নিউজকে জানান, পুলিশকে সব সময় সতর্ক হয়ে দায়িত্ব পালন করতে হয়। এটাই পেশাদারিত্ব। মাঠ পর্যায়ে পুলিশের সতর্ক হয়ে দায়িত্ব পালনের বিষয়টি কঠোরভাবে মনিটরিং করা হচ্ছে, যাতে কোনো অনাকাঙ্খিত ঘটনার সৃষ্টি না হয়।

সাইফ আমীন/এমজেড/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।