‘উন্নয়ন এগিয়ে নিতে রাজস্ব প্রদানে সহায়ক ভূমিকা পালন করতে হবে’

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক বেনাপোল (যশোর)
প্রকাশিত: ০১:৩৬ এএম, ১০ অক্টোবর ২০২০

 

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম বলেছেন, দেশের উন্নয়নে অর্থ আসে রাজস্ব খাতে।সরকারের উন্নয়ন কর্মকাণ্ড এগিয়ে নিতে ব্যক্তি স্বার্থ ভুলে সরকারকে রাজস্ব প্রদানে সহায়ক ভূমিকা পালন করতে হবে। রাজস্ব সংগ্রহে ব্যবসায়ীদের সবসময় সহযোগিতামূলক ভূমিকা রাখতে হবে।

শুক্রবার (৯ অক্টোবর) বিকেলে বেনাপোল কাস্টম অডিটরিয়ামে কাস্টম, বন্দর, বিজিবি, পুলিশসহ বিভিন্ন স্টেক হোল্ডারদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

সভায় বিশেষ অতিথি ছিলেন, জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (ভ্যাট প্রশাসন) সাইফুল ইসলাম ও সদস্য (ভ্যাট নিরীক্ষা) আব্দুল মান্নান শিকদার।

বেনাপোল কাস্টম কমিশনার মো. আজিজুর রহমানের সভাপতিত্বে কাস্টম ও বন্দরের বিভিন্ন সমস্যা নিয়ে বক্তব্য রাখেন, ইন্দো-বাংলা চেম্বার অফ কমার্স সাব কমিটির পরিচালক মতিয়ার রহমান, বেনাপোল স্থল বন্দরের উপ পরিচালক (ট্রাফিক) মামুন কবির তরফদার, বিজিবির মেজর নজরুল ইসলাম, পুলিশের এএসপি ইমরান জুয়েল, বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান সজন, সাধারণ সম্পাদক এমদাদুল হক লতা প্রমুখ।

এর আগে তিনি বেনাপোল কাস্টমস হাউজের নব নির্মিত ছয়তলা ভবনের উদ্বোধন করেন। পরে কাস্টমস ভবনে স্থাপিত বঙ্গবন্ধু কর্ণার, মিউজিয়াম ভবন ও পরীক্ষাগার পরিদর্শন করেন। বিকেলে চেকপোস্ট এলাকা পরিদর্শন করেন।

এ সময় উপস্থিত ছিলেন, এনবিআরের সদস্য শিকদার আব্দুল মান্নান ও সাইফুল ইসলাম খান, বেনাপোল কাস্টমস কমিশনার আজিজুর রহমান, অতিরিক্ত কমিশনার ড. মো. নেয়ামুল ইসলাম, শার্শা উপজেলা নির্বাহী অফিসার পূলক কুমার মণ্ডল।

জামাল হোসেন/এএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।