সরকারি জমিতে অবৈধ ভবন, দেয়াল চাপায় নিহত ১

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)
প্রকাশিত: ০৮:৫১ এএম, ০৯ অক্টোবর ২০২০
ফাইল ছবি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে দেয়ালচাপা পড়ে নার্গিস আক্তার (৩৫) নামে এক পোশাক শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার(৮ অক্টোবর) রাত ৮টায় সিদ্ধিরগঞ্জের পুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

নিহত নার্গিস আক্তার আদমজী ইপিজেডের প্রোগ্রেস গার্মেন্টের সুইং অপারেটর হিসেতে কর্মরত ছিলেন। এ সময় তার ছেলে রানা (১৫) আহত হয়েছে।

এলাকাবাসীর ভাষ্য, সরকারি জমিতে আব্দুল আজিজ মাদবর নামে এক ব্যক্তি ভবন নির্মাণ করে ভাড়া দেন। সম্প্রতি ওই জমির পাশ দিয়ে সিটি করপোরেশনের ড্রেন উন্নয়নের জন্য ভবনের কিছু অংশ ভেঙে কাজ চলছিল।

ভাঙা ভবনের নিচেই মোবাইল রিচার্জের দোকান রয়েছে। ওই দোকানে নার্গিস আক্তার তার ফোনে রিচার্জ করতে গেলে হঠাৎ দেয়াল ধসে পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার এসআই ফারুক বলেন, দেয়ালচাপা পড়ে নার্গিস আক্তার নামের এক গার্মেন্ট শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানিয়েছেন তিনি।

এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।