রাজশাহীতে কারারক্ষী ব্যাচের সমাপণী কুচকাওয়াজ


প্রকাশিত: ০৮:২৭ এএম, ০৫ নভেম্বর ২০১৫

রাজশাহীর কারা প্রশিক্ষণ অ্যাকাডেমিতে ৪৭তম কারারক্ষী ও মহিলা কারারক্ষীদের শপথ গ্রহণ ও সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে রাজশাহী কেন্দ্রীয় কারাগারের প্যারেড গ্রাউন্ডে প্রশিক্ণিার্থীদের কুচকাওয়াজের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে সমাপণী কুচকাওয়াজের সশস্ত্র অভিবাদন গ্রহণ করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রাখাল চন্দ্র বর্মণ।

এসময় রাজশাহী বিভাগের ডিআইডি প্রিজন্স ও কারা প্রশিক্ষণ অ্যাকাডেমির কমান্ড্যান্ট বজলুর রশীদ উপস্থিত ছিলেন। প্যারেড অধিনায়কের দায়িত্ব পালন করেন, ডেপুটি জেলার ফেরদৌস মিঞা। এ বছর সমাপণী কুচকাওয়াজে ১৯১ জন কারারক্ষী ও নারী কারারক্ষী অংশগ্রহণ করেন।

উল্লেখ্য, ১৯৯৫ সাল থেকে রাজশাহী কারা অ্যাকাডেমির যাত্রা শুরুর পর থেকে এ পর্যন্ত ছয়টি জেল সুপার, ১০টি ডেপুটি জেলার, ৪২ কারারক্ষী ও নারী কারারক্ষী ব্যাচের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

শাহরিয়ার অনতু/এমজেড/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।