দুই কোটি টাকার হেরোইনসহ ধরা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক রাজশাহী
প্রকাশিত: ০৬:৪৮ পিএম, ০৭ অক্টোবর ২০২০

রাজশাহীর গোদাগাড়ীতে প্রায় দুই কোটি টাকা মূল্যের এক কেজি ৯৯০ গ্রাম হেরোইন উদ্ধার করেছে র‌্যাব। এ ঘটনায় রবিজুল ইসলাম (৫০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

বুধবার (৭ অক্টোবর) দুপুর ২টার দিকে উপজেলার রামনগর হেলিপ্যাড এলাকার রাস্তায় দাঁড়িয়ে থাকা অবস্থায় রবিজুলকে আটক করা হয়। তার হাতে থাকা কাপড়ের থলের ভেতরে বিপুল পরিমাণ ওই হেরোইন পাওয়া যায়।

আটক রবিজুল ইসলাম চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নিউ ইসলামপুর এলাকার কাঞ্চন মিয়ার ছেলে।

র‌্যাবের ভাষ্য, রবিজুল মাদক বহনকারী। তার পেছনে বড় চক্র রয়েছে। এই চক্রের সন্ধান চালাচ্ছে র‌্যাব।

jagonews24

র‌্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের কমান্ডার সিনিয়র এএসপি আজমল হোসেন জানান, তাদের কাছে ওই এলাকার হেরোইনের বড় চালান হাতবদলের গোপন তথ্য ছিল। অভিযান চালিয়ে ওই ব্যক্তিকে আটক করেন র‌্যাবের চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা। ওই সময় তার কাছে থাকা কাপড়ের তৈরি থলের ভেতর থেকে পাঁচটি প্যাকেটে এক কেজি ৯৯০ গ্রাম হোরাইন পাওয়া যায়। যার আনুমানিক মূল্য দুই কোটি টাকা।

তিনি আরও জানান, র‌্যাবের জিজ্ঞাসাবাদে ওই ব্যক্তি দীর্ঘদিন ধরে মাদক কারবারে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। তার বিরুদ্ধে গোদাগাড়ী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হবে।

ফেরদৌস সিদ্দিকী/আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।