সাবেক এমপি শেখ আনসার আলী আর নেই
সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) অ্যাডভোকেট শেখ আনসার আলী মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুর ২টার দিকে রাজধানীর একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
শেখ আনসার আলীর গ্রামের বাড়ি সাতক্ষীরার তালা উপজেলার উথালী গ্রামে। তিনি জামায়াতের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। শেখ আনসার আলী (৭৮) সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসন থেকে ১৯৯১ সালে জামায়াত থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। এছাড়া তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সহ-সম্পাদক ছিলেন।
শেখ আনসার আলীর চাচাতো ভাই শেখ কামরুল ইসলাম জানান, শেখ আনসার আলী দীর্ঘদিন ঢাকার ফকিরাপুল এলাকায় পরিবার নিয়ে বসবাস করেন। গত ১৫ দিন আগে তিনি বাড়ির সিঁড়ি থেকে পড়ে গিয়ে আহত হন। বয়স্ক ও অসুস্থ ছিলেন। ঢাকার একটি হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তিনি মারা যান।
তালা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম জানান, ১৯৯১ সালে জামায়াতের পক্ষ থেকে সাতক্ষীরা-১ আসনের এমপি নির্বাচিত হন অ্যাডভোকেট শেখ আনসার আলী। তিনি দীর্ঘদিন নানা শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। রাজধানীর বনানী কবরস্থানে তা দাফন করার কথা রয়েছে।
আকরামুল ইসলাম/আরএআর/এমএস