তিন চাকার যান বন্ধে মাঠে নেমেছে হাইওয়ে পুলিশ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ০২:২৫ পিএম, ০৬ অক্টোবর ২০২০

মহাসড়কে নিষিদ্ধ তিন চাকার যানবাহন চলাচল বন্ধে এবার মাঠে নেমেছে হাইওয়ে পুলিশ। এ লক্ষ্যে ঢাকা-সিলেট মহাসড়কে সতর্কতামূলক কর্মসূচি হাতে নিয়েছে ব্রাহ্মণবাড়িয়ার খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশ।

মঙ্গলবার (৬ অক্টোবর) বেলা ১১টার দিকে সচেতনতামূলক শোভাযাত্রার মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়।

খাঁটিহাতা হাইওয়ে থানা ভবনের সামনে থেকে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমানের নেতৃত্বে শোভাযাত্রাটি বের হয়। এতে জেলার পরিবহন সংগঠনের নেতৃবৃন্দও অংশ নেন।

সচেতনতামূলক কর্মসূচির আওতায় ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থেকে বিজয়নগর উপজেলার সাতবর্গ পর্যন্ত এলাকায় ঘুরে ঘুরে মাইকিং করে তিন চাকার যানবাহন চলাচল বন্ধে প্রচারণা চালায় হাইওয়ে পুলিশ।

শোভাযাত্রা শেষে সরাইল-বিশ্বরোড মোড়ে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন ওসি মাহবুবুর রহমান, জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি জসিম উদ্দিন জমশেদ ও সাধারণ সম্পাদক মোহাম্মদ হানিফ প্রমুখ।

এ সময় ওসি মাহবুবুর রহমান বলেন, মহাসড়কে ধীরগতির যানবাহন চলাচলের কারণে দুর্ঘটনার হার বেড়ে যাচ্ছে। দুর্ঘটনা রোধে ঢাকা-সিলেট মহাসড়কে যেন তিন চাকার কোনো যানবাহন চলতে না পেরে সেজন্য হাইওয়ে পুলিশ সতর্কতামূলক প্রচারণা চালাবে।

পুলিশের এ কাজে পরিবহন সংগঠনের নেতৃবৃন্দও সহযোগিতা করবে বলে জানান পরিবহন নেতারা।

আজিজুল সঞ্চয়/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।