হবিগঞ্জে গণপিটুনিতে যুবক নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি হবিগঞ্জ
প্রকাশিত: ০৮:৪৩ এএম, ০৬ অক্টোবর ২০২০
ফাইল ছবি

হবিগঞ্জের মাধবপুরে গরু চুরি করে পালিয়ে যাওয়ার সময় মাসুম মিয়া (২৭) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করেছে গ্রামবাসী। সোমবার ভোরে উপজেলার ছাতিয়াইন ইউনিয়নের পিয়াইম গ্রামে এ গণপিটুনির ঘটনা ঘটে। বিকেলে ওই যুবকের মৃত্যু হয়।

নিহত মাসুম মিয়া উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের মোড়াপাড়া গ্রামের আবুল কাশেম বক্করের ছেলে।

মাধবপুর থানার ওসি মো. ইকবাল হোসেন জানান, সোমবার ওই গ্রামের মতিউর রহমানের ঘর থেকে একদল চোর গরু চুরি করে। এ সময় গৃহকর্তার স্ত্রী টের পেয়ে চিৎকার শুরু করলে গ্রামবাসী ধাওয়া করে মাসুম মিয়াকে আটক করে গণপিটুনি দেন।

খবর পেয়ে ছাতিয়াইন পুলিশ তদন্ত কেন্দ্রের একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে। পরে গুরুতর অবস্থায় তাকে সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হলে বিকেল ৪টার দিকে তার মৃত্যু হয়। এ ব্যাপারে মাধবপুর থানায় একটি মামলার প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।

সৈয়দ এখলছুর রহমান খোকন/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।