কুড়িয়ে পাওয়া বোমার বিস্ফোরণে দুই শিশু দগ্ধ
যশোরে স্কুল মাঠে কুড়িয়ে পাওয়া বোমাকে টেনিস বল মনে করে স্কচটেপ খুলতে গিয়ে বিস্ফোরণে দুই শিশু ঝলসে গেছে।
সোমবার সন্ধ্যায় শহরের ঘোপ মাহামুদুর রহমান স্কুলে এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতরা হলো, ঘোপ সেন্ট্রাল রোড এলাকার বায়েজিদ কোরাইশির ছেলে স্বপন আহম্মেদ কোরাইশী (১১) ও একই এলাকার মুকুল আহম্মেদের ছেলে মেহেদী হাসান (৯)। স্বপন ওই স্কুলের ৫ম শ্রেণি ও মেহেদী ৩য় শ্রেণিতে পড়ে।
স্থানীয়রা জানান, আহত দুই শিশু মাহমুদুর রহমান স্কুলের মাঠে খেলা করার সময় একটি টেনিস বলের মতো বস্তু দেখতে পায়। তখন বলটি নিয়ে স্কুলের ছাদে যায়। সেখানে বলের গায়ে জড়ানো স্কচটেপ খুলতে গেলে বিস্ফোরণ ঘটে। এতে দুই শিশু আহত হয়।
জরুরি বিভাগের চিকিৎসক স্বপন হোসেন জানান, আহতরা আশঙ্কামুক্ত। তাদেরকে ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।
মিলন রহমান/এমএএস/পিআর