টেকনাফ সীমান্তে ৯০ হাজার ইয়াবা উদ্ধার


প্রকাশিত: ০৭:৩৮ পিএম, ০৪ নভেম্বর ২০১৫

টেকনাফে সীমান্তে পৃথক অভিযানে প্রায় দুই কোটি ৭০ লাখ টাকা মূল্যের ৯০ হাজার ২১১ পিস ইয়াবা উদ্ধার করেছে বিজিবি। টেকনাফস্থ ২ বর্ডার গার্ড ব্যাটলিয়ন অধিনায়ক লে. কর্নেল আবুজার আল জাহিদ জানান, বুধবার রাত ১০টার দিকে বিজিবি জওয়ানরা নাফ নদীর জইল­ারদ্বীপ এলাকায় অভিযান চালিয়ে ৬০ হাজার পিচ ইয়াবা উদ্ধার করা হয়।

অপরদিকে দুপুরে শাহপরীর দ্বীপ বিওপি চৌকির সুবেদার গোলাম রব্বানীর নেতৃত্বে একটি বিশেষ টহলদল শাহপরীর দ্বীপ জালিয়াপাড়া এলাকায় মাদক ইয়াবা ক্রয়-বিক্রয়ের খবরে অভিযান চালিয়ে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করে।

একই দিন সকাল ১০টার দিকে দমদমিয়া বিওপির টহলদল চেকপোস্টে কক্সবাজারগামী বাসে তল­াশি চালিয়ে মালিকবিহীন ১০ হাজার ২১১ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

লে. কর্নেল আবুজার আল জাহিদ জানান, উদ্ধার ইয়াবাগুলো ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে। পরবর্তীতে ঊর্ধ্বতন কর্মকর্তা, মাদকদ্রব্য অধিদফতর প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে ধ্বংস করা হবে।

সায়ীদ আলমগীর/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।