গাজীপুরে দেড় হাজার অবৈধ সংযোগ বিচ্ছিন্ন, ৬ জনকে জরিমানা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ০৭:২১ পিএম, ০৪ অক্টোবর ২০২০

গাজীপুরে অবৈধভাবে গ্যাস ব্যবহারের দায়ে ৬ জনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রোববার সন্ধ্যা পর্যন্ত এ অভিযানকালে আদালত প্রায় দেড়হাজার অবৈধ আবাসিক ও প্রায় সাড়ে ৩ কিলোমিটার গ্যাস লাইনের সংযোগ বিচ্ছিন্ন করে।

এসময় বিভিন্ন পাইপ, চুলা, রাইজার ও অবৈধ সংযোগে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামাদিও জব্দ করা হয়। গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিষা আহম্মেদের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড গাজীপুর আঞ্চলিক অফিসের ব্যবস্থাপক সুরুজ আলম জানান, গাজীপুরের বিভিন্ন এলাকার অসাধু লোকজন বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও বাসা বাড়িতে অবৈধ লাইন সংযোগ দিয়ে দীর্ঘদিন ধরে বিপদজনকভাবে গ্যাস ব্যবহার করছে।

এসব অবৈধ সংযোগের গোপন সংবাদ পেয়ে গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিষা আহম্মেদের নেতৃত্বে ও গাজীপুর (জোবিঅ-গাজীপুর) এর উদ্যোগে রোববার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গাজীপুর উপজেলার বিকেবাড়ী, তালতলী বাজার রোড, মনিপুর হোতাপাড়া এলাকার ৬টি পয়েন্টে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়।

jagonews24

অভিযানকালে আদালত অবৈধভাবে গ্যাস ব্যবহারের দায়ে ৬ জনকে মোট ৮৭ হাজার টাকা জরিমানা করেন। এসময় প্রায় এক হাজার বাসা বাড়ির দেড় হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন এবং অবৈধভাবে স্থাপিত প্রায় সাড়ে ৩ কিলোমিটার পাইপ লাইনের সংযোগ বিচ্ছিন্ন ও অপসারণ করা হয়। অভিযানকালে চুলাসহ বিভিন্ন ব্যাসার্ধের পাইপ, রাইজার ও অবৈধ সংযোগে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামাদি জব্দ করা হয়।

তিনি জানান, অভিযান পরিচালনার খবর পেয়ে অবৈধ গ্যাস ব্যবহারকারীরা পালিয়ে যায়। স্থানীয় অসাধু চক্রের সদস্যরা বিভিন্ন বাসা বাড়ির মালিকদের কাছ থেকে কয়েক লাখ টাকা নিয়ে রাতের আঁধারে এসব অবৈধ সংযোগ প্রদান করে।

অভিযানকালে গাজীপুর তিতাস গ্যাসের (জোবিঅ-গাজীপুর) ব্যবস্থাপক প্রকৌশলী মো. সুরুয আলম, উপ-ব্যবস্থাপক প্রকৌ. সৈয়দ আবু সুফিয়ান, প্রকৌ. আব্দুল্লাহ আল মামুন ও প্রকৌ. মির্জা শাহনেওয়াজ লতিফ, সহকারী ব্যবস্থাপক (কারিগরী) মো. রেজাউল হক, উপ-সহকারী প্রকৌ. মো. সাবিনুর রহমান, রাজস্ব উপশাখার মো.আব্দুর রাজ্জাক ও মো. ইকবাল হোসেন চৌধুরীসহ টেকনিক্যালটিম উপস্থিত ছিলেন।

আমিনুল ইসলাম/এমএএস/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।