কুমুদিনী মহিলা কলেজে শিক্ষার্থীদের বিক্ষোভ


প্রকাশিত: ০৩:২৫ পিএম, ০৪ নভেম্বর ২০১৫

টাঙ্গাইল কুমুদিনী সরকারি মহিলা কলেজের শিক্ষক আজাদের অসৎ আচরণসহ ক্ষমতার অপব্যবহারের প্রতিবাদ ও অপসারণের দাবিতে বুধবার দুপুরে কলেজ ক্যাম্পাসে মিছিল করেছে শিক্ষার্থীরা।

আন্দোনলরত শিক্ষার্থীরা জানায়, রাষ্ট্র বিজ্ঞানের সহযোগী অধ্যাপক ও হোস্টেল ইনচার্জ আজাদ খান হোস্টেলের শিক্ষার্থীদের সঙ্গে ক্ষমতার অপব্যবহার ও অসৎ আচরণ করেন। দায়িত্বকাল থেকেই তিনি শিক্ষার্থীদের হোস্টেলে নিন্মমানের খাবার সরবরাহ করে অর্থ আত্মসাৎ করে আসছেন। এ অসৎ কর্মকাণ্ড পরিচালনায় তিনি হোস্টেলে কর্মরত কর্মচারী মফিজ মন্ডলকে লিপ্ত করেছেন বলেও জানান আন্দোলনরত এ শিক্ষার্থীরা।

এসময় তারা আরো বলেন, হোস্টেলের সমস্যা জনিত বিষয়ে ইনচার্জ আজাদ খানকে অভিযোগ করলে তিনি কোনো ব্যবস্থা গ্রহণ না করে শিক্ষার্থীদের সঙ্গে খারাপ ব্যবহার করছেন।

এ ব্যাপারে কুমুদিনী সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর শরিফা রাজিয়ার মুঠোফোন বন্ধ থাকায় তার বক্তব্য গ্রহণ করা সম্ভব হয়নি।

এমএএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।