লক্ষ্মীপুরে নিষিদ্ধ জালে অগ্নিসংযোগ


প্রকাশিত: ০২:১৮ পিএম, ০৪ নভেম্বর ২০১৫

লক্ষ্মীপুরের রামগতির মেঘনা নদীতে অভিযান চালিয়ে সাত হাজার মিটার কারেন্টজাল জব্দ করে অগ্নিসংযোগ করেছে নৌ-পুলিশ। বুধবার বিকেলে জব্দকৃত জালে অগ্নিসংযোগ করে ধ্বংস করা হয়।

এর আগে সকাল ৯টা থেকে দুপুর পর্যন্ত মেঘনা নদীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ওইসব জাল জব্দ করা হয়।
রামগতির বড়খেরী নৌ-পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. শাহজাহান জাগো নিউজকে বলেন, জাটকা সংরক্ষণ ও ইলিশ রক্ষায় নদীতে অভিযান পরিচালনা করা হয়। এতে জাটকাসহ সাত হাজার মিটার জল জব্দ করা হয়। এসময় জেলেরা পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি।

কাজল কায়েস/এমজেড/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।