বেনাপোলে ৩২ হাজার ভারতীয় ফুলের চারা জব্দ


প্রকাশিত: ০১:২৫ পিএম, ০৪ নভেম্বর ২০১৫

যশোরের বেনাপোল স্থলবন্দর টার্মিনাল সড়ক থেকে বুধবার বিকেলে ৩২ হাজার পিস ভারতীয় ডালিয়া ফুলের চারা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

যশোর ২৬ বিজিবি ব্যাটালিয়নের বেনাপোল চেকপোস্ট ক্যাম্পের সুবেদার জালাল উদ্দিন জাগো নিউজকে জানান, ভারত থেকে চোরাকারবারীরা ফুলের চারার একটি চালান নিয়ে বেনাপোল সীমান্তের দিকে আসার গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির সদস্যরা সেখানে অভিযান চালায়। এসময় চোরাকারবারীরা তাদের মাথায় থাকা বস্তাগুলো ফেলে পালিয়ে যান। পরে ওই বস্তার ভেতর থেকে ৩২ হাজার পিস ডালিয়া ফুলের চারা জব্দ করা হয়।

জব্দকৃত চারাগুলো পরবর্তীতে বেনাপোল চেকপোস্ট কৃষি সম্প্রসারণ অধিদফতরে জমা দেয়া হবে বলেও তিনি জানান।

মো. জামাল হোসেন/এমজেড/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।