লাকড়ি ব্যবসায়ীর দোকানে মিলল ৭০ বস্তা সরকারি চাল

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক মির্জাপুর (টাঙ্গাইল)
প্রকাশিত: ১০:৫৮ এএম, ০২ অক্টোবর ২০২০
ফাইল ছবি

অভিযান চালিয়ে খাদ্য বান্ধব কর্মসূচির ১০ টাকা কেজি দরের ৫০ কেজি ওজনের ৭০ বস্তা চাল উদ্ধার করেছে টাঙ্গাইলের মির্জাপুর থানা পুলিশ। এ সময় তুলা মিয়া নামে এক লাকড়ি ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এছাড়াও ৩০ কেজি ওজনের ১১৪ খালি বস্তা উদ্ধার করা হয়েছে।

শুক্রবার সকাল ৯টার দিকে পুলিশ মির্জাপুর উপজেলার মহেড়া ইউনিয়নের পিটিসি বাজারের লাকড়ি ব্যবসায়ী তুলা মিয়ার দোকানে অভিযান চালিয়ে ৭০ বস্তা চাল উদ্ধার করে। এ সময় তুলা মিয়াকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ।

মির্জাপুর থানার উপপরিদর্শক মো. সজল চাল উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।

এসএম এরশাদ/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।