জন্মদিনে প্রধানমন্ত্রীকে ফুল-মিষ্টি উপহার পাঠালেন মমতা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি যশোর
প্রকাশিত: ০৮:৩৭ এএম, ২৯ সেপ্টেম্বর ২০২০
ফাইল ছবি

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে ফুল ও মিষ্টি উপহার পাঠিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাথে পাঠিয়েছেন শুভেচ্ছাপত্রও।

সোমবার সন্ধ্যায় ভারতে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনের মাধ্যমে বেনাপোল বন্দর দিয়ে এ উপহারসামগ্রী বাংলাদেশে প্রবেশ করে। রাত পৌনে ৮টায় যশোর বিমানবন্দর থেকে ইউএস-বাংলা এয়ারলাইন্সের ফ্লাইটের মাধ্যমে উপহারসামগ্রী ঢাকায় প্রধানমন্ত্রীর দফতরে পাঠিয়ে দেয়া হয়েছে।

বিজ্ঞাপন

ভারতে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনের ডেপুটি কমিশনার বিএম জামাল হোসেন (পলিটিকাল) সাংবাদিকদের জানিয়েছেন, তাদের মাধ্যমে ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে ফুল, মিষ্টি ও শুভেচ্ছাপত্র পাঠিয়েছেন। তারা সে উপহারগুলো সন্ধ্যায় বেনাপোল বন্দর দিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের উদ্দেশে পাঠিয়েছেন।

বেনাপোলের সিঅ্যান্ডএফ প্রতিনিধি মোস্তাফিজুর রহমান রুবেল জানান, পশ্চিমবঙ্গের মূখ্যমন্ত্রীর পাঠানো উপহারসামগ্রী নিয়ে ইউএস-বাংলা এয়ারলাইন্সের ফ্লাইটটি রাত পৌনে ৮টায় যশোর বিমানবন্দর ছেড়ে যায়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

মিলন রহমান/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।