না. গঞ্জে শ্রমিক-পুলিশ সংঘর্ষে আহত ১৫


প্রকাশিত: ০৬:৪৪ এএম, ০৪ নভেম্বর ২০১৫

নারায়ণগঞ্জের ফতুল্লায় রপ্তানিমুখী গার্মেন্টস কারখানা এন আর গ্রুপের শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষে নারীসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। বুধবার সকালে ঢাকা-মুন্সিগঞ্জ সড়কের ফতুল্লার ভোলাইল এলাকায় এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।   

j-Photo
জানা গেছে, ফতুল্লার ভোলাইলে উৎপাদন হারে মজুরি বাতিল করে বেতন ভিত্তিক পদ্ধতি চালু করায় এন আর গ্রুপের শ্রমিকদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। বুধবার কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ ঘোষণা করলে নোটিশ দেখে শ্রমিকেরা ক্ষুব্ধ হয়ে উঠে। সকাল সাড়ে ৮টায় তারা ঢাকা-নারায়ণগঞ্জ-মুন্সিগঞ্জ সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় তারা অন্তত ৩০টি যানবাহান ভাঙচুর করে। পরে পুলিশ এসে লাঠিচার্জ করে শ্রমিকদের সরানোর চেষ্টা করলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে অন্তত ১৫ জন শ্রমিক আহত হয়। তাদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

ganj-Photo
ফতুল্লা মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জাগো নিউজকে জানান, শ্রমিকেরা সরে না যাওয়ায় লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয়া হয়েছে। বেলা ১১টা হতে ঢাকা-নারায়ণগঞ্জ-মুন্সিগঞ্জ সড়কে যান চলাচল শুরু হয়েছে।
 
শাহাদাৎ হোসেন/এসএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।