বেনাপোলে অস্ত্র ও গুলিসহ যুবক আটক


প্রকাশিত: ১২:১০ পিএম, ০৩ নভেম্বর ২০১৫

যশোরের বেনাপোল পোর্ট থানার বন্দর এলাকা থেকে অস্ত্র বেচাকেনার উদ্দেশ্য ঘোরাঘুরির সময় বিদেশি পিস্তলসহ ইলিয়াজ (৩২) নামের এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার বিকেল ৩টার সময় তাকে আটক করা হয়। আটক অস্ত্র ব্যবসায়ী ইলিয়াজ রাজবাড়ী জেলার সুরুজ মোল্লার ছেলে।

বেনাপোল পোর্ট থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ফিরোজ উদ্দিন জানান, গোপন সংবাদের মাধ্যমে জানা যায়, ইলিয়াজ নামে এক যুবক অস্ত্র বেচাকেনার জন্য বেনাপোল বন্দরের মাহবুবা হোটেলের সামনে অপেক্ষা করছে। সেখানে অভিযান চালিয়ে ইলিয়াজকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে একটি বিদেশি পিস্তল, ২টি ম্যাগাজিন ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

এ ব্যাপারে থানায় একটি মামলা হয়েছে। আটক ইলিয়াজকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও তিনি জানান।

এর আগে সোমবার রাতে পোর্ট থানা পুলিশ বেনাপোলের ঘিবা গ্রামের আহম্মদের ছেলে মোস্তাফিজুর রহমান নামের এক অস্ত্র ব্যবসায়ীকে পিস্তল, গুলিসহ বোয়ালিয়া বাজার থেকে আটক করে।

জামাল হোসেন/এসএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।