সাতক্ষীরা মেডিকেল কলেজ শিক্ষার্থীদের ধর্মঘট অব্যাহত
সাতক্ষীরা মেডিকেল কলেজে শিক্ষার্থীদের ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘট তৃতীয় দিনের মতো অব্যাহত রয়েছে। কলেজের একাডেমিক ভবন নির্মাণসহ অন্যান্য সুযোগ-সুবিধার দাবিতে এ ধর্মঘট পালিত হচ্ছে।
মঙ্গলবার কলেজের সবকটি ভবনে তালা ঝুলিয়ে ক্লাস বর্জন, বিক্ষোভ মিছিলসহ অবস্থান ধর্মঘট পালন করে শিক্ষার্থীরা।
অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন কলেজের চতুর্থ বর্ষের ছাত্র আহসান হাবিব, পঞ্চম বর্ষের ছাত্রী অরিন আক্তার, সব্যসাচী, সাইফুর রহমান, গিয়াস হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, প্রধানমন্ত্রীর ঘোষণার পর ২০১১ সালে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল চালু হয়। বর্তমানে এখানে ২০৮ জন ছাত্র-ছাত্রী অধ্যায়ন করছে। কিন্তু আজও পর্যন্ত পূর্ণাঙ্গরুপে চালু হয়নি। শুধুমাত্র মেডিসিন ওয়ার্ডটি ৩০ শয্যা নিয়ে নামমাত্র লোকবল নিয়ে চালু হয়েছে। যা তাদের ক্লিনিক্যাল ক্লাসের জন্য যথেষ্ট নয়।
এ ব্যাপারে জেলা প্রশাসক নাজমুল আহসান জাগো নিউজকে জানান, এ বিষয়ে স্বাস্থ্য সচিবের সঙ্গে কথা হয়েছে। তিনি দ্রুত সমস্যা সমাধানের জন্য আশ্বাস প্রদান করেছেন।
তবে আন্দোলনের আহ্বায়ক শিক্ষার্থীরা আলমগীর হোসেন জাগো নিউজকে বলেন, বহুবার প্রতিশ্রুতি দেয়া হলেও তার কোনো বাস্তব রুপ দেখা যায়নি। দাবি না মানা পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।
এআরএ/আরআইপি