বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎকেন্দ্রে কর্মের দাবিতে মানববন্ধন


প্রকাশিত: ০৯:৩২ এএম, ০৩ নভেম্বর ২০১৫

দিনাজপুরের পার্বতীপুর বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎকেন্দ্রে কর্মের দাবিতে মানববন্ধন ও মিছিল করেছে বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ প্রকল্পের ক্ষতিগ্রস্ত জনসাধােণের জীবন বাঁচার জন্য গঠিত সংগ্রাম কমিটি।

মঙ্গলবার বেলা ১১টায় দিনাজপুরের পার্বতীপুর বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎকেন্দ্রের সামনে স্থানীয় ক্ষতিগ্রস্ত জনসাধারণের কর্মের দাবিতে মানববন্ধন ও মিছিল করে সংগ্রাম কমিটি।

মানববদ্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন, সংগ্রাম কমিটির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আনোয়ারুল হক ও সদস্য সচিব হাফিজুর রহমান। বক্তারা বলেন, পার্বতীপুর বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্র চালু হবার পর থেকে আমরা স্থানীয় জনসাধারণ সব চেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছি। প্রতিশ্রুতি দেয়া সত্ত্বেও স্থানীয় ক্ষতিগ্রস্ত বেকার যুবকদের চাকরি না দিয়ে ক্ষয়ক্ষতি হয়নি এমন ব্যক্তিদের চাকরি দেয়া হয়েছে।

একই প্রক্রিয়ায় আবারও তাপ বিদ্যুৎকেন্দ্রের তৃতীয় ইউনিট সম্প্রসারণ প্রকল্পের কাজে ম্যান পাওয়ার নিয়োগের কাজ পেয়েছে জহির উদ্দিন (বানিয়া) ও লুৎফর রহমান। এই দুই ব্যক্তি ২০/২৫ হাজার করে টাকা উৎকোচ নিয়ে দূরের যুবকদের চাকরি দিলেও স্থানীয় ক্ষতিগ্রস্ত যুবকদের চাকরি দিতে ৫০ হাজার টাকা উৎকোচ দাবি করছেন। বক্তারা কোনো উৎকোচ ছাড়াই বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎকেন্দ্র চালু হবার পর থেকে ক্ষতিগ্রস্ত হয়েছেন এমন পরিবারের সদস্যদের চাকরি প্রদানের দাবি জানান।

এ ব্যাপারে সংগ্রাম কমিটির পক্ষ থেকে চার দফা দাবি পেশ করে পার্বতীপুর বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎকেন্দ্রের তৃতীয় ইউনিট সম্প্রসারণ প্রকল্পের প্রকল্প পরিচালক বরাবর স্মারকলিপি দেয়া হয়েছে।

এমদাদুল হক মিলন/এমজেড/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।