চাঁদা ও টেন্ডারবাজির অভিযোগে সাবেক ছাত্রলীগ নেতা আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুষ্টিয়া
প্রকাশিত: ০৮:১৬ পিএম, ১৯ সেপ্টেম্বর ২০২০

কুষ্টিয়ায় চাঁদাবাজি ও টেন্ডারবাজিসহ নানা অপরাধে জড়িত থাকার অভিযোগে ছাত্রলীগের সাবেক এক নেতাকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে শহরের এনএস রোড থেকে তাকে আটক করা হয়।

আটক আমিনুর রহিম পল্লব কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক। দুপুরে তাকে মডেল থানায় পাঠানো হয়। তার বিরুদ্ধে চাঁদাবাজি ও টেন্ডারবাজিসহ নানা অভিযোগ রয়েছে।

পুলিশ জানায়, শহরের থানা পাড়া এলাকার বাসিন্দা আমিনুর রহিম পল্লব আওয়ামী লীগ নেতাদের নাম ভাঙিয়ে নানা অপকর্ম করে আসছেন। চাঁদাবাজি, টেন্ডারবাজি, বাজার নিয়ন্ত্রণ ছাড়া লোকজনকে হয়রানি করে অর্থ আদায় করে আসছিলেন তিনি। ভুক্তভোগীদের অভিযোগের প্রেক্ষিতে শহরের এনএস রোড থেকে তাকে আটক করে ডিবি পুলিশ।

কুষ্টিয়া মডেল থানা পুলিশের ওসি কামরুজ্জামান তালুকদার বলেন, চাঁদাবাজিসহ নানা অভিযোগে পল্লবকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। আমিনুর রহমান পল­ব ছাত্রলীগের সাবেক নেতা। বর্তমানে কোনো পদ-পদবী না থাকলেও দলীয় কয়েকজন নেতার নাম ভাঙিয়ে দীর্ঘদিন নানা অপকর্ম করে আসছিলেন। তার অপকর্মে অতিষ্ঠ হয়ে উঠেন সাধারণ মানুষ।

আল-মামুন সাগর/এএম/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।